গাংনীতে স্বাস্থ্য বিভাগের অভিযানে বিড়ি জব্দ


mdiganta প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২২, ৫:২০ অপরাহ্ন /
গাংনীতে স্বাস্থ্য বিভাগের অভিযানে বিড়ি জব্দ

স্টাফ রিপাের্টার : মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া বাজারে পুরাতন রোহান বিড়ি জব্দ করা হয়েছে ।

সোমবার সকালের দিকে গাড়াবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে পুরাতন স্বাস্থ্য সম্বলিত রোহান বিড়ি জব্দ করা হয়।

মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে গাড়াবাড়িয়া বাজারের রুবেল স্টোর, আবু সাঈদ স্টোর, আকাশ-অয়ন স্টোর এবং মেসার্স নিপা এন্টারপ্রাইজ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পুরাতন রোহান বিডি জব্দ করা হয়।