গাংনীতে সাবেক ইউপি মেম্বারের মােটরসাইকেল চুরি


mdiganta প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২২, ৮:১১ পূর্বাহ্ন /
গাংনীতে সাবেক ইউপি মেম্বারের মােটরসাইকেল চুরি

সাহারবাটী সংবাদদাতা  : মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী বাজার থেকে এক সাবেক ইউপি মেম্বারের মােটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

বৃহষ্পতিবার দুপুরে সাহারবাটী ইউনিয়ন পরিষদের সাবেক (সদস্য) মেম্বার সাহারুল ইসলামের ডিসকভারি ১২৫ সিসি কালো-সিলভার রঙের ১টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। সাহারুল সাহারবাটী গ্রামের বাসিন্দা।

মোটরসাইকেলের মালিক সাবেক ইউপি সদস্য সাহারুল ইসলাম জনান, দুপুরের দিকে মােটরসাইকেলটি আমার গোডাউনের সামনে রেখে বাড়িতে গিয়েছিলাম। এসময় কে বা কারা গাড়ির লক ভেঙ্গে নিয়ে চলে যায়। গাড়ির রেজিস্ট্রেশন নং- মেহেরপুর-হ-১২-৯৮১০।

গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, বিষয়টি শুনেছি অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।