সাহাজুল সাজু : মেহেরপুরের গাংনীতে অধ্যাপক আব্দুর রশিদ রচিত “অগ্নি যুগের অগ্নিসেনা বিপ্লবীদের বীর গাঁথা” কাব্যগ্রন্থের প্রকাশনা
উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় গাংনী উপজেলা অডিটোরিয়াম এ উৎসবের আয়োজন করে বৃহত্তর কুষ্টিয়া জেলা লেখক-পাঠক ফােরাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সর্বজন শ্রদ্ধেও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কাব্যগ্রন্থের মােড়ক উন্মােচন করেন ও বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমী শিশু সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক ও গাংনী সরকারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রফিকুর রশীদ রিজভী।
মুজিবনগর সরকারী কলেজের সহকারী অধ্যাপক মুরাদ হোসেনের পরিচালনায়-অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারী কলেজের উপাধাক্ষ আব্দুর রাজ্জাক,মেহেরপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ-আল আমীন ধুমকেতু,গাংনী সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম,একই কলেজের সহকারী অধ্যাপক ও মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান।
এসময় বক্তব্য রাখেন গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খােরশেদ আলী,গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল আলম, সমাজ সেবক ইয়াসিন রেজা,কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক ও মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির গাংনী এলাকা পরিচালক রিয়াজ উদ্দীন
,বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম পথিক।
অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক আব্দুর রশিদ রচিত “অগ্নি যুগের অগ্নিসেনা বিপ্লবীদের বীর গাঁথা” কাব্যগ্রন্থের কিছু অংশ পাঠ করেন মেহেরপুর আহম্মদ আলী কলেজের প্রভাষক রফিকুল ইসলাম বকুল।
অনুষ্ঠানে অতিথিদের আসনের আরাে উপস্থিত ছিলেন গাংনীর কাজীপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মােকাদ্দেছুর রহমান,
লুৎফুন্নেছা (গােপালনগর) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা সৈয়দ জাকির হোসেন, করমদী কলেজের প্রভাষক আবু সায়েম পল্টু,দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহ,গাঁড়াডােব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিয়া আলপনা,বিশিষ্ট লেখক মজিবুর রহমান, বিটিভির কণ্ঠশিল্পী গােলাম আম্বিয়া প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়া সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
অনুষ্ঠানের শেষ পর্বে গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :