আবুল কালাম আজাদ : মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে ব্যাডমিন্টন খেলতে গিয়ে তামিম রেজা (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। যুবক তামিম করমদী গ্রামের পশ্চিম পাড়ার নাসির উদ্দীনের ছেলে। তামিম স্থানীয় একটি কলেজে অধ্যায়ন করে আসছিলেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে করমদী গ্রামে
বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলতে গিয়ে তামিমের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, তামিম ব্যাডমিন্টন খেলার সময় হঠাৎ অসুস্থ্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। খেলার সাথীরা তাকে উদ্ধার করে স্থানীয় সন্ধানী হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্ধানী হাসপাতালের মেডিকেল অফিসার নুরে আলম জানান, স্ট্রোক জনিত কারণে তামিমের মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।
আপনার মতামত লিখুন :