ধর্মচাকী মন্দির পরিদর্শনে পূজা কমিটির নেতা অশােক বিশ্বাস


mdiganta প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২২, ১১:৫৬ অপরাহ্ন /
ধর্মচাকী মন্দির পরিদর্শনে পূজা কমিটির নেতা অশােক বিশ্বাস

এম দিগন্ত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির দাতা সদস্য ও মেহেরপুর জেলা কমিটির সদস্য সচিব এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার অশােক চন্দ্র বিশ্বাস মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী পঞ্চ কালী মন্দির পরিদর্শন করেছেন।

মঙ্গলবার রাতে তিনি মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় এ নেতা বলেন,সনাতন হিন্দু সম্প্রদায়কে এগিয়ে নিতে জীবনের সকল বাঁধা-বিপত্তি উপেক্ষা করে কাজ করে যাবাে।