মেহেরপুরে সাহিত্য মেলার উদ্বোধন


mdiganta প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২২, ৬:০১ অপরাহ্ন /
মেহেরপুরে সাহিত্য মেলার উদ্বোধন

স্টাফ রিপাের্টার : মেহেরপুরে দিনব্যাপি সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেলার আয়োজন করে জেলা প্রশাসন।

সংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলার সমন্বয়ে এ মেলার আয়োজন করা হয়। মেলায় তৃণমূল পর্যায়ের কবি,সাহিত্যক,গীতিকার,ছড়াকার ও গল্পকাররা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড.মুনসুর আলম খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভাচর্যুয়ালের মাধ্যমে ঢাকা থেকে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব বাবুল মিয়া,মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সিরাজুল ইসলাম।

মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রনি খাতুনের পরিচালনায়- এসময় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম,বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মেহেরপুর জেলা শাখার সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক,কথা সাহিত্যক মোজাফ্ফর হোসেন প্রমুখ।