সবুজ হোসেন : মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের মদনাডাঙ্গা গ্রামের মেরিনা আক্তার নামের এক মা এক সঙ্গে ৪টি সন্তান প্রসব করেছেন। জন্মের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ৪ নবজাতকের মৃত্যু হয়েছে।
শুক্রবার জন্মানোর কয়েক ঘণ্টার ব্যবধানে ৪ পুত্র সন্তানের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মদনাডাঙ্গা গ্রামের আবদুস সাত্তারের স্ত্রী মেরিনা আক্তার সকালের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক সঙ্গে ৪টি পুত্র সন্তানের জন্ম দেন। ৪ টি সন্তান জন্মগ্রহণ করার কিছু¶ণ পরে ৩ জন মৃত্যু বরণ করে। পরে অন্য শিশুটিকে রাজশাহী থেকে মেহেরপুরের মুজিবনগর উপজেলা বল্লভপুর স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পথে তার তার মৃত্যু হয়। এদিকে বিকেলের দিকে মৃত ৪ শিশুকে মদনাডাঙ্গা গ্রামে নেয়া হলে শোকে সেখানকার আকাশ ভারি হয়ে ওঠে। শুক্রবার রাতে মদনাডাঙ্গা গ্রামের গোরস্থানের একই সারিতে ৪ শিশুকে কবর দেয়া হয়।
আপনার মতামত লিখুন :