গাংনীতে জমি দখল নিয়ে সংঘর্ষে মহিলাসহ ১০জন আহত


mdiganta প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২২, ১০:৪৭ অপরাহ্ন /
গাংনীতে জমি দখল নিয়ে সংঘর্ষে মহিলাসহ ১০জন আহত

আরিফুল ইসলাম আরিফ : মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের চাঁন্দামারী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন-চাঁন্দামারী গ্রামের আলতাব হােসেন,ওহিদুল ইসলাম,আনারুল ইসলাম,আসাদুল ইসলাম,হাজেরা খাতুন,আয়েশা খাতুন।

অন্যপক্ষের একই গ্রামের মহিবুল ইসলাম,বিল্লাল হােসেন ও জয়নাল হােসেন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন।

শুক্রবার বিকেলে চাঁন্দামারী গ্রামের একটি মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের অধিকাংশই মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকীরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।

আহত ওহিদুল ইসলাম জানান,একটি জমি নিয়ে একই গ্রামের বিল্লাল হোসেনের লােকজনদের সাথে বিরােধ চলছি। আমাদের দখলীয় জমিতে ধান রােপণ করা হয়েছিল। শুক্রবার বিকেলে ওই মাঠে গিয়ে দেখছি মহিবুলসহ তার লােক ট্রাক্টর দিয়ে ধানের জমি চাষ করছেন। আমি তাদের বাঁধা দিতে গেলে, তারা আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। পরে আমার লােকজন এগিয়ে আসলে,তাদেরও পিটিয়ে রক্তাক্ত জখম করেন।

এদিকে মহিবুল ইসলামের পারিবারিক সূত্র জানায়,ওহিদুলের লােকজন আমাদের লােকজনকে হামলা চালিয়ে আহত করেছেন।